মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ওসি সোহেল রানা।

শনিবার বেলা ১১টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

হিজলা নৌ পুলিশ সূত্র জানায়, বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি পঁচন ধরেছে। লাশের শরীরে শার্ট ও লুঙ্গি রয়েছে। 

ওসি সোহেল রানা আরও জানান, ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে মেঘনা নদীতে জেলে নৌকা ডুবিতে চাঁদপুরের হাইমচর এলাকার এক জেলে নিখোঁজ হয়। মরদেহটি নিখোঁজ ওই জেলের কিনা তা নিশ্চিত হওয়ার জন্য হাইমচরে নিখোঁজ ওই জেলের পরিবারকে খবর দেয়া হয়েছে। এছাড়া মরদেহ সনাক্ত করতে বিভিন্ন থানায় ছবি ও বেতার বার্তা পাঠানো হয়েছে বলে তিনি জানান।